Kadambur higher secondary school
Kadambur Higher Secondary School, Edakkad, Kannur... Kadambur Higher Secondary School is an aided school in Kannur district. It is one of the best school in this district.Kadambur Higher Secondary School- Mathrubhumi Education KADAMBUR HIGHER SECONDARY SCHOOL KADAMBUR. P . O EDAKKAD KANNUR. www.mathrubhumi.com
Sunday, 6 September 2020
Monday, 17 April 2017
Friday, 7 August 2015
কবিতা
কাজী নজরুল ইসলাম
অভিশাপclick to collapse contents
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব'সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুজবে -
বুঝবে সেদিন বুঝবে!
গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
আসবে ভেঙে কান্না!
প'ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প'ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প'ড়বে মনে, উঠবে কাঁদি'!
বুকের মালা ক'রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব'সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুজবে -
বুঝবে সেদিন বুঝবে!
গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
আসবে ভেঙে কান্না!
প'ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প'ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প'ড়বে মনে, উঠবে কাঁদি'!
বুকের মালা ক'রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!
Wednesday, 5 August 2015
mothers love
একটু মনোযোগ দিয়ে পড়বেন। এক ৮ বৎসরের বাচ্চারমা মারা গিয়েছিল।একদিন বাচ্চাটারবাবা তাকে জিজ্ঞেস করল...বাবা : বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল। বাবা তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল কেন বাবা...তোমার যেই মা তোমাকে জন্ম দিলো সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিনহল আসলো সে সত্যবাদী হয়ে গেল?বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধকরে দিব।এবং সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন সারা গ্রাম খুজে আমাকে ধরে এনেনিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো।আর আমার নতুন মা বলে তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব,সত্যি সত্যি আজ তিন দিন যাবত আমাকে কোন খাবার দেয়া হয় নি।নিজের মায়ের মত মা, কেওই হতে পারে না..
short story in bengali
একটা ছেলে কলেজের খুব ধনী একটা
মেয়ের কাছে একটা চিঠি দিল।
মেয়েটা ছিল খুব অহংকারী। চিঠিটা
দেখা মাত্রই সে ছেলেটাকে জুতা
মারলো আর সাথে সাথে প্রিন্সিপাল ও
তার বাবাকে কথাটা বললো।
:
:
প্রিন্সিপাল খুব অপমান করলো তাকে
আর
তখনই কলেজ থেকে টিসি দিয়ে বের করে
দিল। মেয়ের বাবা কলেজের ট্রাষ্টি
বোর্ডের সদস্য ছিল তাই। কাহিনী
এখানেই শেষ নয়, মেয়ের বাবা পুলিশে
ধরিয়ে দিল ছেলেটা কে । ছেলেটা
গরীব ছিল তাই থানা থেকে কেউ নিতে
আসেনি তাকে শুধু তার এক ছোট ভাই
এসেছিল দেখতে।
:
:
খুব অত্যাচার করলো পুলিশ তাকে, খুব
মারলো,,,, মেয়ের বাবা যে টাকা
খাইয়েছিল পুলিশকে। শেষে এক সপ্তাহ
পরে আধমরা করে ছেড়ে দিল! কলেজের
আর
এলাকার সব লোকজন তাকে অপমান
করতে
লাগলো।
:
:
পরদিন সকালে কলেজের বড় বিল্ডিং এর
নিচে ছেলেটার লাশটা খুজে পাওয়া
গেলো। ছেলেটা কষ্ট আর অপমান সইতে
না পেরে আত্মহত্যা করেছে। ছোট
ভাইটা ছিল তার কলিজার টুকরা, সে যখন
জানলো তখন সেও দুঃখ সইতে না পেরে
মারা গেলো, এই দুইটা ছেলের কি
সত্যিই দোষ ছিল কোন??
:
:
মেয়েটা কিছুদিন পর চিঠিটা খুলে
পড়তে লাগলো, আর চোখ দিয়ে পানি
পরতে লাগলো তখন তার খুব কাঁদলো
মেয়েটা।
:
:
কেন ?
.
চিঠিটা→→
.
আমার প্রিয় ক্লাসমেট , আমি খুব গরীব
ঘরের ছেলে এটা জানেন আপনি । আমার
মায়ের খুব ইচ্ছা ছিল তাই আমাকে
কলেজে ভর্তি করিয়েছিল যেন আমি
একজন
ভাল শিক্ষক হতে পারি , অন্যকে
শিক্ষায়
শিক্ষিত করতে পারি। কিন্তু আমার মা
কিছুদিন আগে মারা গেছেন। এখন আমি
নিজের খরচ চালাতে পারছিনা।
পরিক্ষার ফি'স কি করে দেব বুঝতে
পারছিনা।
.
আমার ছোট ভাইটাকে নিয়ে খুব কষ্টে
আছি আপনার কাছে একটা অনুরোধ
করবো,,,
আপনি যদি পারেন আমার ফি'সের
টাকাটা দিবেন বা বাবাকে বলে মাফ
করাতে সাহায্য করবেন।
.
আপনি যদি বলেন টাকা শোধ করার
জন্য
আপনাকে আমি পড়াতে পারি। আর না
হলে
চাকরি করে টাকাটা শোধ দিয়ে
দিবো।
.
আপনার এই উপকার সারা জীবন মনে
রাখবো। মুখে বলতে পারবো না তাই
চিঠি দিলাম। ভাল থাকবেন, আর সুখে
থাকবেন দোয়া করি।
•••••••••••••••••••••••••••
>>> এই চিঠির বিনিময়ে ছেলেটার
জীবনের চরম শিক্ষা হয়ে গেলো।
Subscribe to:
Posts (Atom)